যেহেতু স্মার্ট জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড আমাদের দেশে নতুন। তাই অনেকের মনেই স্মার্ট কার্ড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যেমন: স্মার্ট কার্ড কি, স্মার্ট কার্ডে কি টাকা আছে যদি থাকে তাহলে কত টাকা আছে? স্মার্ট কার্ড না নিলে কি হবে যদি নিতে চাই তাহলে স্মার্ট কার্ড কিভাবে পাবো? বিদেশ যেতে চাইলে স্মার্ট কার্ড দিয়ে কোন কোন দেশে যাওয়া যাবে?
এইরকম স্মার্ট কার্ড নিয়ে আপনাদের মনের কোনে থাকা সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই পোষ্ট। এর পরেও যদি আপনার মনে কোন প্রশ্ন থেকে থাকে, কমেন্ট করতে পারেন। যেহেতু এখানে শুধু আপনাদের প্রশ্নেরই উত্তর তাই আশা করি পুরো পোষ্ট মনযোগ দিয়ে পড়বেন :)
স্মার্ট কার্ড কি
স্মার্ট কার্ড বা স্মার্ট জাতীয় পরিচয় পত্র হচ্ছে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট রূপ। ডিজিটাল বাংলাদেশ এর প্রকল্প থেকেই স্মার্ট কার্ড সূচনা হয়। সহজ ভাবে স্মার্ট কার্ডে হচ্ছে, পুরাতন পরিচয় পত্রের সকল দুর্বলতা বা খারাপ দিক বাদ দেওয়া এবং সেই সাথে প্রযুক্তির মিশ্রণ।
স্মার্ট কার্ড নিয়ে কিছু তথ্য-
স্মার্ট কার্ডে কত টাকা আছে
অনেকেই প্রশ্ন করে থাকে স্মার্ট কার্ডে কি টাকা আছে? কিছু মানুষ একটু এডভান্স হয়ে সরাসরি স্মার্ট কার্ডে কত টাকা আছে লিখে সার্চ করে। তো আপনিও যদি বলছেন স্মার্ট কার্ডে কত টাকা আছে তবে আপনাকে বলছি। এটি দুঃখজনক হলেও সত্য যে স্মার্ট কার্ডে কোন প্রকার টাকা থাকে না।
স্মার্ট কার্ডে কি টাকা আছে? এই প্রশ্নের উৎপত্তি হয় স্মার্ট কার্ডের গঠন থেকে। স্মার্ট জাতীয় পরিচয় পত্রে সিম কার্ডের মতো একটি অংশ থাকে। যখন নতুন এই পরিচয় পত্র আসে, অনেক অসাধু লোক জন মজা নেওয়ার জন্য এই মিথ্যাচার ছড়িয়ে দেয়। তাঁরা বলে থাকে যে, সিমের মতো ঐ অংশ কেটে মোবাইলে লাগালে টাকা আসবে! কিন্ত এমন একদম হবে না। এই কাজ করলে আপনাকে বিশাল বড় ভোগান্তিতে পরতে হবে। সহজ কথায় জেনে নিন, স্মার্ট কার্ডে টাকা থাকে না।
স্মার্ট কার্ড না নিলে কি হবে
যেসব নাগরিকগনের কাছে স্মাট কার্ড আছে, তাঁরা অনেক সুযোগ সুবিধা ভোগ করবেন। স্মার্ট কার্ড না নিলে আপনাকে সেই সেবা পেতে ভোগান্তির শিকার হতে পারেন। স্মার্ট কার্ডের ২২ টি সুবিধা রয়েছে বা ২২ টি সেবা পেতে স্মার্ট কার্ড অবশ্যই লাগবে। এই সেবা গুলো থেকে আপনি বঞ্চিত থাকবেন।
স্মার্ট কার্ড এর সুবিধা
স্মার্ট কার্ডের অসংখ্য সুবিধা রয়েছে যা আপনার জীবন কে অনেক সহজ করে দিবে। যদিও এর অনেক সুবিধা আছে । কিন্ত এমন ২২ টি সরকারী সেবা, যেগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই স্মার্ট আইডি কার্ড থাকতে হবে। [সকলের কাছে স্মার্ট কার্ড পৌঁছে যাওয়ার পর]
জাতিয় পরিচয় পত্রে শুধু এন্যালগ তথ্যই ছিল। কিন্ত স্মার্ট কার্ডে ৩২ প্রকার তথ্য থাকবে যা সম্পূর্ণ ডিজিটাল। এছাড়াও আমাদের চোখের পুতুলের স্ক্যান থাকবে আরও থাকবে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
একনজরে যদি স্মার্ট কার্ড এর সুবিধা গুলো দেখে নিই। যদি আমাদের কাছে স্মার্ট কার্ড থাকে তবে আমরা সহজেই ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স পেতে পারব, সহজেই অপরাধীদের সনাক্ত করা যাবে, অয়েব কে সিকিউর করা হবে, ইত্যাদি। এক কথায় উঠতে বসতে সব সময় আমাদের স্মার্ট কার্ড লাগবে। বিয়ে করতেও :) । বিভিন্ন তথ্য আমাদের আগে আলাদা ভাবে বহন করতে হতো সব সময়, এখানে ডিজিটালি সাথে থাকবে।
স্মার্ট কার্ড দিয়ে কোন কোন দেশে যাওয়া যাবে
স্মাট কার্ডের অনেক গুলো সুবিধার মধ্যে এটিও অন্যতম। আপনার মনে যদি এই প্রশ্ন থাকে স্মার্ট কার্ড দিয়ে কোন কোন দেশে যাওয়া যাবে? তাহলে জেনে নিন একসময় সারা দুনিয়া স্মার্ট কার্ড নিয়ে ঘুরতে পারবেন। শুধু ভিসা থাকতে হবে। পাসপোর্ট এর ঝামেলায় আর পরতে হবে না।
অদূর ভবিষ্যতে সারকের অন্তর্ভুক্ত ৭ টি দেশে স্মার্ট কার্ড নিয়ে পাসপোর্ট ছাড়াই ভ্রমন করতে পারবেন। ৭ টি দেশ হচ্ছে-
যারা স্মার্ট কার্ড পাননি 2021
২০২১ সালে অনেকেই স্মার্ট কার্ড হাতে পেয়ে গেছে। আপনি যদি তাঁদের মধ্যে হয়ে থাকেন যারা স্মার্ট কার্ড পাননি 2021 সালে। তবে চিন্তার কোন কারন নেই। যদি আমাদের মতো নতুন ভোটার হয়ে থাকেন তবে বাড়িতে বসে থাকেন। আপনি যদি আগের ভোটার হয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে পুরাতন ভোটার আইডি আছে । সেটি স্মার্ট কার্ডে পরিবর্তন করতে দেন নাই। তাহলে একবার আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এ গিয়ে খুজ নিয়ে আসুন।
তো এই ছিল স্মার্ট কার্ড নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর। আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।
0 মন্তব্যসমূহ